ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

সড়কের পাশে খালে মিলল নবজাতকের মরদেহ

প্রকাশনার সময়: ০৯ ডিসেম্বর ২০২১, ১৫:২৯

কক্সবাজারের টেকনাফে সদ্য জন্ম নেওয়া এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পৌর সভাস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টেকনাফ ও মেরিন সিটি হাসপাতাল প্রধান সড়ক সংলগ্ন এলাকার হেচ্ছার খাল ব্রীজের নিচ থেকে নবজাতকের মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নবজাতকের লাশটি উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল আলিম জানান, সকালে পৌর সভার নাইট্যং পাড়াস্থ এলাকার প্রধান সড়কের পাশে খালে ওই নবজাতকের মরদেহ দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওড়নায় মোড়ানো ওই নবজাতকের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

তিনি আরও জানান, নবজাতকের মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এরপর সরকারি নিয়মে তাকে দাফন করা হবে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ