ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চাষী সেজে ভুট্টা ক্ষেতে আসামি, অতঃপর...

প্রকাশনার সময়: ০৮ ডিসেম্বর ২০২১, ২৩:০৩

একটি চেক প্রতারণা মামলায় ৪ মাসের সাজা হয় আরমানের। সেই সাজা থেকে বাঁচতেই ভুট্টা ক্ষেতে লুকিয়ে ছিলেন তিনি। নেন চাষীর ছদ্মবেশও। তবে শেষ রক্ষা হয়নি তার। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ তাকে সেখান থেকেই গ্রেফতার করে।

আজ বুধবার বিকেলে চুয়াডাঙ্গা জেলার কতুবপুর ইউনিয়নের হাসানহাটি এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত আরমান আলী চুয়াডাঙ্গা জেলার হাসানহাটি এলাকার মৃত আবুল কবিরাজের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘আরমান একটি চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি। গত ৪ ডিসেম্বর যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতে চুয়াডাঙ্গা তার ৪ মাস কারাদণ্ড এবং ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড হয়। এরপর থেকেই তিনি পলাতক।

গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে হাসানহাটি এলাকায় তার বাসায় অভিযান চালালে তিনি পালিয়ে যান। এরপর পার্শ্ববর্তী একটি ভুট্টা ক্ষেতে গেলে তাকে পাওয়া যায়। এসময় তিনি চাষী সেজে সেখানে লুকিয়ে ছিলেন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ