ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

দলীয় মনোনয়ন না পেয়ে আ.লীগ নেতার পদত্যাগ

প্রকাশনার সময়: ০৮ ডিসেম্বর ২০২১, ১৭:২১ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২১, ১৭:২৩

সিরাজগঞ্জের তাড়াশে সরকার দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) না পাওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন তালম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জয়নুল আবেদীন খান। পদত্যাগের কারণ হিসেবে তিনি ব্যক্তিগত সমস্যা দেখিয়েছেন।

বুধবার দুপুরে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ পদত্যাগ পত্র জমা দেন। ওই পদত্যাগ পত্রটি গ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক স্বপন দাস।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।

তালম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকে অব্যাহতি নেয়া মোঃ জয়নুল আবেদীন খান বলেন, দীর্ঘ দিন ধরে তালম ইউনিয়নের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছি। কিন্তু বর্তমানে ব্যক্তিগত সমস্যার কারণে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি নিয়েছি।

এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার বলেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পদত্যাগ পত্রটি গ্রহণ করেছেন। পরবর্তীতে দলীয় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ