ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টাঙ্গাইলে ৫ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

প্রকাশনার সময়: ০৮ ডিসেম্বর ২০২১, ১৬:৪০

টাঙ্গাইলে এবার ৫ লাখ ৩৮ হাজার ৩১০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত বয়সী ৬৫ হাজার ৩৫০ জন শিশুকে একটি করে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস পর্যন্ত ৪ লাখ ৭২ হাজার ৯৬০ শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এই কার্যক্রম বাস্তবায়নের জন্য জেলায় ৩০১০টি কেন্দ্র খোলা হয়েছে। এ ছাড়াও ৭ হাজার ২৩৭ জন স্বাস্থ্য সহকারী এবং কর্মী কাজ করবেন। অপরদিকে জেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ে ৫১৪ জন তদারককারী ক্যাম্পেইনের কাজ পর্যবেক্ষণ করবেন।

বুধবার সকালে টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের আয়োজিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক লুৎফুল কিবরিয়া, সিভিল সার্জন অফিসের এমও ডা. শিমু সাহা, জেলা ইপিআই সুপারিন্টেনডেন্ট সোলায়মান হোসেন প্রমুখ।

সভায় জানানো হয়, ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত বয়সী ৬৫ হাজার ৩৫০ জন শিশুকে একটি করে নীল রংয়ের (১ লক্ষ আই.ইউ) এবং ১২ থেকে ৫৯ মাস পর্যন্ত ৪ লাখ ৭২ হাজার ৯৬০ শিশুকে একটি করে লাল রংয়ের (২ লক্ষ আই.ইউ) ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। করোনার কারণে স্বাস্থ্য বিধি মেনে আগামী ১১ ডিসেম্বর শনিবার থেকে ৪ দিনব্যাপী নির্ধারিত ইপিআই কেন্দ্রে পর্যায়ক্রমে শিশুদের জন্য ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও কমিউনিটি ক্লিনিক ও অন্যান্য সরকারী স্বাস্থ্য সেবা কেন্দ্রেও খাওয়ানো হবে। শনিবার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ