ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বুধবার রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কুয়াশার মাত্রা কমে গেলে ৮ ঘণ্টা পর সকাল ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এসময় উভয়ঘাট এলাকায় পারের অপেক্ষায় রয়েছে সহস্রাধিক যানবাহন। এসময় তীব্র শীতে ও যানজটে ঘাট এলাকায় চরম দুর্ভোগ পৌহাতে হয় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো যাত্রী ও পরিবহন শ্রমিকদের।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, গতরাত ১০টার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। সময় গড়ানোর সাথে সাথে কুয়াশা ঘন হতে থাকে। মধ্যরাত ১টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে তীব্র আকার ধারন করে। এতে নদীর চ্যানেলের বিকন বাতি ও মার্কিন পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না।
এতে দুঘর্টনা এড়াতে এ নৌরুটের সবগুলো ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে ছোট-বড় ৫৫টি যানবাহন নিয়ে ৪টি ফেরি আটকে পড়ে মাঝ নদীতে। কুয়াশার মাত্রা কমে গেলে সকাল ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ