কক্সবাজারের উখিয়ায় উপজেলা প্রশাসন ও বনবিভাগ যৌথ অভিযান চালিয়ে ৭টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ সরঞ্জামাদি ও অবৈধ কাঠ জব্দ করা হয়।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকালে উখিয়া উপজেলার পালংখালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজ উদ্দিন। তিনি উক্ত অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, যৌথ অভিযানে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, উখিয়া থানা উপ-পরিদর্শক বিকাশসহ বনবিভাগের একদল বনকর্মী অংশগ্রহণ করেন।
তিনি আরোও বলেন, উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে পালংখালী থেকে ৭টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ সরঞ্জামাদি ও অবৈধ কাঠ জব্দ করি। জড়িত ২জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, জড়িতদের বিরুদ্ধে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের পক্ষ থেকে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। আর বন, পাহাড়, ও বালু খেকোদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ