‘মুজিব বর্ষের আহবান দক্ষ হয়ে বিদেশ যান’ এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে কার্যালয়ের হলরুমে আয়োজিত সেমিনার অনুষ্ঠিত হয়।
রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (অতি. দা) এ.ডব্লিউ.এম রায়হান শাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা জামান ববি, উপজেলা নির্বাহী অফিসার নুর নাহার বেগম, রংপুর যুব উন্নয়নের তাহমিনা শিরিন, ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহাবুবার রহমান, সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, প্রবাসী ব্যাংক রংপুরের ব্যবস্থাপনা শাখাওয়াত হোসেন, আমিনা পারভিন ও পরিমল সরকার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রতিটি লোকের সম্ভাবনা থাকে প্রশিক্ষণ তা জাগিয়ে তোলে। দক্ষ জনশক্তি উন্নয়নের চালিকা শক্তি। প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেলে বেতন ও মর্যাদা দুই'ই বাড়ে।
নয়া শতাব্দী/এস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ