ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

 ৬ বছর পর খুলল ফেনী প্রেসক্লাবের তালা 

প্রকাশনার সময়: ০৬ ডিসেম্বর ২০২১, ১৮:৪৩

দীর্ঘ প্রায় ৬ ছয় বছর পর ঐতিহ্যবাহী ফেনী প্রেসক্লাবের তালা খুলেছে। নিজেদের মধ্যে বিভেদ ভুলে এক হতে চলেছে জেলার কর্মরত পেশাদার সাংবাদিকরা। সোমবার (৬ ডিসেম্বর) সকাল থেকে ক্লাব ভবনের সামনে জড়ো হয়ে বেলা ১১ টার দিকে সাংবাদিকরা এক হয়ে ক্লাবে প্রবেশ করেন। বিবাদমান ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এরপর সাংবাদিকরা ফেনী শহরের জেল রোডস্থ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় তারা প্রেসক্লাবের ঐক্যের ব্যাপারে শপথ বাক্য পাঠ করেন।

সাংবাদিকরা বলেন, জেলার ইতিবাচক সাংবাদিকতাকে টিকিয়ে রাখার প্রশ্নে প্রেসক্লাবের তালা খোলার বিকল্প ছিলো না। বিবাদমান এ অচলাবস্থা দূর করার প্রয়াসে ফেনীর সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়। এখানে প্রতিটি টেলিভিশনের জেলা প্রতিনিধি, প্রথম সারির জাতীয় দৈনিকের প্রতিনিধি, ফেনী থেকে প্রকাশিত সকল দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও নির্বাহী সম্পাদকরা আছেন।

ঐক্যবদ্ধ সাংবাদিকরা আজ ৬ ডিসেম্বর ফেনী মুক্ত দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় ফেনীর সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন, আবু তাহের ভূঁইয়া, জমির উদ্দিন বেগ, আরিফুল আমীন রিজভী, নজির আহমদ রতন, এন এন জীবন, এনামুল হক পাটোয়ারী, আলী হায়দার মানিক, আরিফুর রহমান, দিদারুল আলম, আতিয়ার হাওলাদার সজল, শাহজালাল ভূঁইয়া, আবদুল্লাহ আল মামুন, নুর উল্যাহ কায়সার, সোলায়মান হাজারী ডালিম, মহিব্বুল্লাহ ফরহাদ, রাজন দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ