ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তাবলিগে যাওয়ার কথা বলে নিখোঁজ সিলেটের চার যুবক

প্রকাশনার সময়: ০৬ ডিসেম্বর ২০২১, ১৮:০৮

সিলেটের ওসমানী নগর উপজেলার দয়ামির এলাকা থেকে একই দিনে চার যুবক নিখোঁজ হয়েছেন। গত ১৫ নভেম্বর থেকে তারা নিখোঁজ রয়েছেন উল্লেখ করে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ওই চার যুবকের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, তারা সবাই তাবলিগ জামায়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। তাদের বয়স ২৫ থেকে ৩৩ বছরের ভেতর।

নিখোঁজ চারজন হলেন, ওসমানী নগর উপজেলার দয়ামীর গ্রামের শেখ শামসুল হক স্বপনের ছেলে শেখ আহমেদ মামুন (২৩), একই গ্রামের সোহরাব আলীর ছেলে হাসান সায়িদ (২৪), মানিক মিয়ার ছেলে সাইফুল ইসলাম তুহিন (২৪) ও মৃত সিরাজুল, ইসলামের ছেলে সাদিকুর রহমান (৩৩)।

নিখোঁজদের মধ্যে শেখ আহমেদ মামুন সিলেটের লিডিং ইউনিভার্সিটির ইনঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। এছাড়া সায়িদ একজন মুফতি। সাদিকুর রহমান ও সাইফুল ইসলাম তুহিন বেকার।

নিখোঁজ শেখ আহমেদ মামুনের পিতা শেখ শামসুল হক স্বপন বলেন, ‘আমার ছেলেটা অত্যন্ত ভালো। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত। নিয়মিত তেলাওয়াত করত। কিন্তু সে হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে গেলো আর ফিরল না। একই দিন তার মতো আমাদের এলাকার আরো তিনজন নিখোঁজ। তাদের দুজন তাবলিগে যাওয়ার কথা বলে বের হয়ে যায়।’

অপরদিকে সিলেট ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন বলেন, ‘নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। পুলিশ তাদের সন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের ফোন বন্ধ। এখনো তাদের সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।’

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ