ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

শ্রীপুরে ইউপি নির্বাচন: নৌকার মাঝি হলেন যারা

প্রকাশনার সময়: ০৫ ডিসেম্বর ২০২১, ১৭:৪৬

৫ম ধাপে অনুষ্ঠিত হবে গাজীপুর জেলার শ্রীপুরের ৮টি ইউনিয়নের নির্বাচন। ভোট গ্রহণ হবে ৫ জানুয়ারি। দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তানুযায়ী ৪টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যানগণ নৌকা প্রতীক পেয়েছেন। এছাড়া অপর ৪ ইউনিয়নে নতুন মুখকে নৌকা প্রতীক প্রদান করা হয়েছে।

জানা যায়, শনিবার বিকালে মাননীয় প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের সংসদীয় ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভা। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের দলীয় প্রতিক নৌকার মনোনয়ন দেওয়া হয়। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির হিমু বিষয়টি নিশ্চিত করেন।

দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতীক প্রাপ্তরা হলেন- মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম খোকন, তেলিহাটি ইউনিয়নে আ: বাতেন সরকার, কাওরাইদ ইউনিয়নে মো: আজিজুল হক।

এছাড়া ৪টি ইউনিয়নে নতুন মুখ নৌকা প্রতীক প্রাপ্তরা হলেন- গাজীপুর ইউনিয়নে মো: আজাহার হোসেন তালুকদার, বরমী ইউনিয়নে আনোয়ার হোসেন সরকার, গোসিংগা ইউনিয়নে ছাইদুর রহমান শাহিন ও রাজাবাড়ী ইউনিয়নে মোছা: হাসিনা মমতাজ।

এ উপজেলায় এবারই প্রথম কোনো নারীকে ইউপিতে নৌকা প্রতীক দেয়া হয়। প্রথম নারী নৌকা প্রতীক প্রাপ্ত মমতাজ হাসিনা তাৎক্ষণিক অনুভূতি প্রকাশ করে বলেন, জননেত্রী শেখ হাসিনা একজন মা একজন নারী। তিনি চান নারীর ক্ষমতা প্রতিষ্ঠার মাধ্যমে দেশ এগিয়ে যাক। আমি আওয়ামী পরিবারের একজন ক্ষুদ্রকর্মী। তাই জননেত্রী আমাকে নৌকা প্রতীক দিয়ে চিরকৃতজ্ঞ করেছেন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ