সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

প্যারোলে মুক্তি পেয়ে ভাইয়ের জানাজায় বাবুল 

প্রকাশনার সময়: ০৫ ডিসেম্বর ২০২১, ১৭:১৬ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১, ১৭:২১

শরীয়তপুর পৌরসভার তুলাসার গ্রামের মৃত আলিম উদ্দিন খানের ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বাবুল খান মৃত ভাইয়ের জানাজায় অংশগ্রহণের জন্য ২ ঘণ্টা প্যারোলে মুক্তি পেয়েছেন।

তিনি জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শরীয়তপুর জজ কোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট হাবিবুর রহমান এবং তার ছোট ভাই মনির মুন্সী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়।

প্যারোলে মুক্তি পাওয়া বাবুল খানের ছোট ভাই টুটুল খান ৪ ডিসেম্বর শনিবার রাত ১০টায় মৃত্যুবরণ করে। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে বাবুল খানকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। কর্তৃপক্ষ পুলিশী পাহারায় ৫ ডিসেম্বর রোববার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত ২ ঘণ্টার জন্য আসামীকে প্যারোলে মুক্তি দিয়েছেন।

প্যারোলে মুক্তি পেয়ে তিনি প্রথমে শরীয়তপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড তুলাসার গ্রামের নিজ বাড়িতে এসে মৃত ভাইয়ের লাশের পাশে দাঁড়ান। সেখানে তিনি মৃত ভায়ের স্ত্রী-সন্তান, পরিবারের সদস্য ও উপস্থিত সকলের সাথে কথা বলেন। এসময় তাকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও যথাযথ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে তিনি বাদ যোহর শরীয়তপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মৃত ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করেন। সেখান থেকেই তাকে পুলিশী পাহাড়ায় শরীয়তপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, মৃত টুটুল খান (৪২) প্রায় তিন বছর ধরে অসুস্থ হয়ে শয্যাসায়ী ছিলেন। তিনিও একই মামলার আসামী হয়ে বেকসুর খালাস পায়। দীর্ঘদিন অসুস্থ থাকার পরে শনিবার রাতে তার মৃত্যু হয়।

রোববার বেলা ১১টার তার জানাজার সিদ্ধান্ত হয়। বাবুল খানের প্যারোলে মুক্তি পেতে দেরী হওয়ায় পরবর্তীতে জানাজার সময় পরিবর্তন করে বাদ যোহর রাখা হয়।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ