ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মধুখালীতে নারী নির্যাতন প্রতিরোধে র‌্যালি

প্রকাশনার সময়: ০৫ ডিসেম্বর ২০২১, ১৬:৪৫

ফরিদপুরের মধুখালীতে ‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ স্লোগানে উপজেলা পরিষদ এবং প্রশাসনের সাথে মেয়ে শিক্ষার্থীদের সংলাপ ও নারী নির্যাতন বিরোধী ১৬ দিনব্যাপী কর্মসূচি ২০২১ (অরেঞ্জ ক্যাম্পেইন উপলক্ষে) বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) সকাল ১০ টায় মধুখালী উপজেলা পরিষদের আয়োজনে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার এর সহযোগীতায় উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা চেয়ারম্যান মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ আসলাম মোল্লা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: আশিকুর রহমান চৌধুরি, সহকারি কমিশনার (ভূমি) শামীম আরা, ফরিদপুর জেলা ফ্যাসেলেটর মো: মনিরুজ্জামান মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া সালাম প্রমূখ। এ সময় সকলে নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ ও ধর্ষণ বন্ধে প্রশাসনকে সহায়তা করার প্রত্যয়ে শপথ বাক্য পাঠ করেন।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ