ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পায়ুপথে মাদক পরিবহনকালে ব্যবসায়ী আটক

প্রকাশনার সময়: ০৫ ডিসেম্বর ২০২১, ১৬:০০

অভিনব কায়দায় পায়ুপথে মাদক পরিবহনকালে মাদক ব্যবসায়ী ইব্রাহিম (২৩) কে আটক করেছে রাজশাহী র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। এসময় তার কাছে থেকে ৯৬ গ্রাম হিরোইন উদ্ধার করে র‌্যাব। রাজশাহী র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম রোববার (৫ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আটককৃত আসামি ইব্রাহিম ৯৬ গ্রাম হেরোইন অভিনব পন্থায় পলিথিন ও কালো রংয়ের কসটেপ দ্বাড়া পেঁচিয়ে বিশেষ কৌঁশলে পায়ু পথে প্রবেশ করিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করছিলেন। রোববার ভোর রাত তিনটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার বাগাতিপাড়া থানাধীন বাগাতিপাড়া উপজেলার সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইব্রাহিমকে আটক করা হয়। তার কাছ থেকে ৯৬ গ্রাম হিরোইন জব্দ করা হয়েছে।

ইব্রাহিম রাজশাহী গোদাগাড়ি থানার কাজিহাটা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জব্দকৃত হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে বিশেষ কৌঁশলে তাহার পায়ুপথে ঢুকিয়ে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করেন। পূর্বেও এরুপ কায়দায় দেশের বিভিন্ন স্থানে হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিলো বলে সে জানায়। ইব্রাহিম পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে নাটোর জেলার বাগাতিপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ