ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শ্রীপুরে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার, বাবা বাকরুদ্ধ

প্রকাশনার সময়: ০৫ ডিসেম্বর ২০২১, ১৫:৫০

গাজীপুরের শ্রীপুরে হাবিবুল বাশার প্রধান (২২) নামের একজন ওষুধ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের পন্ডিতের ভিটায় স্থানীয়রা ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেয়। দুপুরের দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

স্থানীয়রা ধারণা করছে বাশারকে অজ্ঞাতরা খুনের পর লাশটি গাছে ঝুলিয়ে রাখে। নিহত হাবিবুল বাশার উপজেলার বেলদিয়া গ্রামের মোঃ খাইরুল প্রধানের ছেলে। কাওরাইদ বাজারে তিনি ওষুধের ব্যবসা করতেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, কাওরাইদ বাজারের হাবিবুল বাশারের প্রধান মেডিকেল হল নামের একটি ফার্মেসি রয়েছে। শনিবার সকালে প্রতিদিনের মত সে বাড়ী থেকে ফার্মেসিতে যায়। রাতে বাড়ী ফিরতে দেরি হলে বাবা খাইরুল একাধিক বার মোবাইলে ফোন করলেও বাশার ফোন রিসিভ করেনি। পরে বাজারে গিয়ে দেখতে পান বাশারের ফার্মেসি খোলা রয়েছে। ক্যাশ, তালা ও চাবি সবই ঠিক আছে নেই হাবিবুল বাশার। বাজারে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে ছেলের সন্ধান না পেয়ে ফার্মেসি বন্ধ করে বাড়ী চলে যান।

রাতে হাবিবুল বাশার বাড়ী ফিরে আসেনি। সকালে স্থানীয় লোকজন কাওরাইদ কে. এন উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বের পন্ডিতের ভিটা নামক স্থানে নির্জন এলাকায় গাছের সাথে ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে খাইরুল প্রধান ঘটনাস্থলে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ দেখেন। ছেলের লাশ দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। নিহতের স্বজনদের দাবি অজ্ঞাত দুর্বৃত্তরা কৌশলে বাশারকে দোকান থেকে নির্জন স্থানে নিয়ে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রাখে।

স্থানীয় কাওরাইদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মোঃ নূরুল ইসলাম জানান, পন্ডিতের ভিটায় লাশ ঝুলে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাবিবুলের লাশ দেখতে পাই। খবর দিলে পুলিশ এসে দুপুরে তার লাশ উদ্ধার করে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) কামরুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজ উদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ