অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে আবারও নৌকার প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান মো. সৈয়দ আহমেদ মাস্টার।
শনিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দলীয় মনোনীত প্রার্থী চূড়ান্ত করা হয়।
এ সভায় সৈয়দ আহম্মেদ ভূঁইয়াসহ সাভার উপজেলার ১১টি ইউনিয়নের নৌকা প্রতীকের দলীয় প্রার্থী মনোনীত করা হয়েছে।
এদের মধ্যে, শিমুলিয়া ইউনিয়নে এবিএম আজহারুল ইসলাম (সুরুজ), আশুলিয়া মো. শাহাব উদ্দিন, পাথালিয়া মো.পারভেজ দেওয়ান, বিরুলিয়া মো.সাইদুর রহমান (সুজন), সাভার সেহেল রানা, তেতুলঝোড়া ফখরুল আলম সমর, বনগাঁও মো.সাইদুর রহমান, আমিন বাজার মো. রকিব আহম্মেদ,কাউন্দিয়া হাজী মো.মেশের আলী, ভাকুর্তা মো. লিয়াকত হোসেনকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
এদিকে, সৈয়দ আহমেদ ভূঁইয়াকে নৌকার প্রার্থী মনোনীত করায় নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। খবর পেয়ে খন্ড খন্ড মিছিলসহ শতশত নেতা কর্মী চেয়ারম্যানের বাড়িতে হাজির হন।এসময় জয় বাংলা স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। ইউনিয়নের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণও করেছেন দলীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, বিগত দুটি নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে সৈয়দ আহমেদ মাস্টার টানা দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ