ময়মনসিংহ জেলার ফুলপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছেন এক প্রেমিকা।
গত শুক্রবার সকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত বিয়ের দাবিতে অপেক্ষা করেন শেরপুর জেলার নালিতাবাড়ির রুপনগর গ্রামের ওই নারী। কিন্তু প্রেমিকের দেখা মিলেনি। প্রেমিককে না পেয়ে অবশেষে পুলিশের পরামর্শে শনিবার তিনি ঢাকায় চলে যান।
জানা যায়, ওই নারী ঢাকার মিরপুর এলাকায় পরিবারের সাথে থেকে গার্মেন্টস কারখানায় চাকরি করেন। একই এলাকায় রাজমিস্ত্রির কাজ করেন ফুলপুর সদর ইউনিয়নের নাকাগাঁও গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাজহারুল ইসলাম। পাশাপাশি এলাকায় থাকার সুবাদে তাদের মধ্যে পরিচয় হয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
মেয়েটি বলেন, বিয়ের প্রলোভনে প্রায় ২ বছর ধরে তাদের মাঝে শারীরিক সম্পর্ক চলে আসছিল। প্রেমিকের বাড়িতেও তিনি এসেছেন এবং একসাথে থাকাও হয়েছে। এরই মাঝে প্রেমিক মাজহার তার কাছ থেকে ২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। টাকা হাতিয়ে নেয়ার পর থেকে মাজহার সটকে পড়ার চেষ্টা করছেন। এখন আর মোবাইল ফোন ধরতে চান না। প্রেমিকা তাকে বিয়ের জন্য চাপ দিলে মাজহার তাকে হুমকি দেন।
এ প্রসঙ্গে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মেয়েটির দাবি, বিয়ের প্রলোভনে তার প্রেমিকের সাথে ঢাকাতে তাদের শারীরিক সম্পর্ক হয়েছে। তাকে সে বিয়ে করতে চায় কিন্তু প্রেমিক তা চাচ্ছে না। তাই প্রেমিককে খুঁজতে তার বাড়িতে এসেছিলেন। কিন্তু তাকে পাওয়া যায়নি। এরপর আমরা তাকে বলেছি, লিখিত কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এখন সে ঢাকায় চলে গেছে। পরিবারের সাথে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ