ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

রেডকিনের স্মৃতিস্তম্ভে চসিক মেয়রের শ্রদ্ধা

প্রকাশনার সময়: ০৪ ডিসেম্বর ২০২১, ২২:৩০

রাশিয়ান নাবিক রেডকিনের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও রাশিয়ার রাষ্ট্রদূত এইচ.ই.মিং আলেক্সন্ডার ম্যানটিটাক্সি। এসময় মহান মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন নাবিকের আত্ম বিসর্জন দুই বন্ধু রাষ্ট্র মৈত্রীর বন্ধনকে মর্যাদাপূর্ণ ও সুদৃঢ় ভিত্তি দিয়েছে বলে জানান চসিক মেয়র।

শনিবার (৪ ডিসেম্বর) বিকালে রাশিয়ার রাষ্ট্রদূত এইচ.ই.মিং আলেক্সন্ডার ম্যানটিটাক্সি সাথে সাক্ষাত শেষে লালদীঘি পার্কে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নাবিক ইউরিজ রেডকিনের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। ১৯৭৩ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে হানাদার বাহিনী কর্তৃক কর্ণফুলীর বন্দর চ্যানেলে পুঁতে রাখা মাইন সরাতে গিয়ে আকস্মিক বিস্ফোরণে প্রাণ হারান রাশিয়ান রাগরিক ইউজিন রেডকিন।

এসময় চসিক মেয়র আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের কূটনৈতিক অবদান ও ভূমিকা, বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনীর বন্ধু রাষ্ট্রদের যুদ্ধ বিরতির প্রস্তাবের বিরুদ্ধে ঐতিহাসিক ভেটো প্রদানের ঘটনাটি ইতিহাসের পাতায় একটি স্বাধীন জাতি সত্তার অভ্যুদয়ের অনন্য নজির হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।

রাশিয়ার রাষ্ট্রদূত এইচ.ই.মিং আলেক্সন্ডার ম্যানটিটাক্সি বলেন, চট্টগ্রামে আমরা প্রথম সফর। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়েছি। স্বাধীনতার পর খুব কম সময়ের মধ্যে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘাতকদের হাতে নির্মম ভাবে খুন হওয়ায় বাংলাদেশের উন্নতি ও অগ্রগতিতে ভাঁটা পড়ে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতা ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন-চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, রাশিয়ান অনারারী কনসাল স্থপতি আশিক ইমরান, রুমকি সেন গুপ্ত প্রমুখ।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ