ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ধর্ম নিয়ে ব্যবসা করতে দেবো না: মুরাদ হাসান 

প্রকাশনার সময়: ০৪ ডিসেম্বর ২০২১, ২০:৪০

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান বলেছেন, ‘আমরা ধর্ম নিয়ে ব্যবসা করতে দেবো না। যারা ধর্ম নিয়ে রাজনীতি করতে চায়, ধর্ম নিয়ে ব্যবসা করতে চায় তাদের রুখে দিতে হবে।’ শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে কামালপুর মুক্ত দিবসে কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘বাংলাদেশ একটি অসম্প্রদায়িক দেশ, এখানে সকল ধর্মের মানুষ বাস করে। এদেশের মুক্তিযুদ্ধে শুধু মুসুলমানরাই অংশ নেয়নি, হিন্দু, বৌদ্ধ খ্রীষ্ট্রান সকল ধর্মের মানুষ অংশ নিয়েছে। তাই এই দেশ কোন ধর্মীয় গোষ্টির কাছে জিম্মি হতে পারে না।’

৭২ সালে রচিত সংবিধান নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সকল মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও আওয়ামী লীগের সকল নেতা কর্মী মিলে আমরা ৭২ সালের সংবিধানেই ফিরে যাব।’ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ ও বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতি ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত মুক্তিযোদ্ধা মিলন মেলায় সভাপতিত্ব করেন ক্লাইমেট ভালনারেবল ফোরামের বিশেষ দূত ও বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সচিব জামালপুর উন্নয়ন কমিটি আহ্বায়ক ড. জাফর উদ্দীন ও বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের নির্বাহী সভাপতি মো: আব্দুল সামাদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-১ আসনের সাংসদ ও সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। এরপর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ