টাঙ্গাইলে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন।
শনিবার (৪ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের নগর জলফৈ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত শেখ (৩২) রংপুরের বদরগঞ্জের পালিপাড়া গ্রামের আকবর আলীর ছেলে।
এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, ‘ন্যাশনাল ট্রাভেলসের ঢাকাগামী বাসের সাথে ওয়ালটনের কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটির সামনের অংশ ধুমচেমুচড়ে যায়। আর কাভার্ডভ্যানটি সড়কে
উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক মারা যান। এসময় কয়েকজন আহত হয়েছেন।নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ