ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

নড়াইলে নির্বাচনি কর্মীকে মারপিটের অভিযোগ

প্রকাশনার সময়: ০৪ ডিসেম্বর ২০২১, ০৯:৪১

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়ায় প্রতিপক্ষ চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মী সমর্থকদের বিরূদ্ধে সিরাজুল ইসলাম চন্টু নামে এক যুবককে মারপিট করার অভিযোগ উঠেছে। সিরাজুল ইসলাম চন্টু লাহুড়িয়া গ্রামের নুরল হকের ছেলে।

তিনি এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী দাউদ ভূঁইয়ার কর্মী। এ ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী দাউদ ভূঁইয়া শনিবার (৪ ডিসেম্বর) পুলিশ সুপারের নিকট অভিযোগ দায়ের করেছেন।

আহত সিরাজুল ইসলাম চন্টু জানান, শুক্রবার (৩ ডিসেম্বর) বিকালের দিকে তিনি বাড়ি হতে লাহুড়িয়া বাজারের দিকে যাচ্ছিলেন। ঈদগাহের নিকট পৌছালে অপর স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী এসএম কামরুজ্জামান কামরান এর কর্মী একই গ্রামের আরিফ, রিপুল, শফিক, নাজুমল তাকে উপর্যুপরি কিল ঘুষি মেরে মারাত্নক ফোলা জখম করে।

স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী দাউদ ভূঁইয়া জানান, প্রার্থী কামরানের লোকজন বিনা কারনে তার কর্মী সমর্থকদের ভয় ভীতি ও হুমকি দিচ্ছেন। এমনকি তার কর্মী চন্টুকে মারপিট করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী এসএম কামরুজ্জামান কামরান বলেন,তার কোন কর্মী সমর্থক কাউকে মারপিট করেছেন কি-না তা তিনি জানেন না।

যদি কেউ এমন কোন কাজ করে থাকে,তাকে উপযুক্ত শাস্তি দিবেন বলে জানান। পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, নির্বাচন নিয়ে কোন প্রকার সহিংসতা বরদাস্ত করা হবে না। কেউ আইন শৃংখলার অবনতি ঘটালে বা ঘটানোর চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ