চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আবুল কালামের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় আবুল কালাম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে তার ছেলে আবু বক্কর জানিয়েছেন। মৃত আবুল কালাম (৬৫) পারুয়া ইউনিয়নের সাহাব্দীনগর গ্রামের বলির বাড়ি এলাকার জাগির হোসেনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কালাম ডায়াবেটিস ও হার্টের সমস্যায় ভুগছিলেন। তিনি বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত ২৮ নভেম্বর তৃতীয় দফায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বর্তমান ইউপি সদস্য ইব্রাহিম খলিলসহ ওয়ার্ডের ৩ প্রার্থীকে পরাজিত করে ২য় বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন আবুল কালাম। এর আগে ২০০৩ থেকে ২০১১ মেয়াদেও পরিষদের সদস্য ছিলেন তিনি। শপথ নেয়ার আগেই তিনি মারা গেলেন।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ