ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টাঙ্গাইলে উপনির্বাচন: মা-ছেলেসহ নৌকা চায় ৯ জন

প্রকাশনার সময়: ০৩ ডিসেম্বর ২০২১, ১৯:৪৪

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল হওয়ার পর থেকে একাধিক প্রার্থী আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। ইতোমধ্যে এই আসনের সদ্য প্রয়াত সংসদ সদস্যের স্ত্রী-ছেলেসহ ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা প্রদান করেছেন। তারা কেন্দ্রীয় নেতাদের কাছে বিভিন্ন মাধ্যমে তদবিরও করছেন। দলীয় সিদ্ধান্তে এ নির্বাচনেও অংশগ্রহণ করছে না বিএনপি।

গত ১৬ নভেম্বর এই আসনের সংসদ সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন। পরে এ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ৩০ নভেম্বর এই আসনে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ ডিসেম্বর ও মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। ২৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। আগামী ১৬ জানুয়ারি আসনটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

গত ২৯ নভেম্বর থেকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়ে ১ ডিসেম্বর শেষ হয়েছে কার্যক্রম। মনোনয়ন প্রত্যাশীরা হলেন- প্রয়াত এমপি’র স্ত্রী উপজেলা আওয়ামী লীগের সদস্য ঝর্ণা হোসেন, তার ছেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও এফবিসিসিআই এর পরিচালক খান আহমেদ শুভ, জেলা আওয়ামী লীগের সদস্য মেজর (অব.) খন্দকার আব্দুল হাফিজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল ও তৌফিকুর রহমান তালুকদার রাজিব, মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জ্বল এবং মধুমতি ব্যাংকের পরিচালক ও ইবিএস গ্রুপের নির্বাহী পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই। এদের মধ্যে জনপ্রীয়তার শীর্ষে রয়েছেন খান আহমেদ শুভ।

জানা যায়, ফজলুর রহমান খান ফারুক বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর নির্দেশে এবং ৭৫ এর পর টাঙ্গাইলের আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন। তার ছেলে খান আহমেদ শুভ বাবার নির্দেশে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে চলেছেন।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ