নীলফামারী জলঢাকার পাঠানপাড়া এম ইউ পাঠানপাড়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ রুহুল আমিন আজাদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দিয়েছেন দুর্বৃত্তরা।
প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করেন ভূক্তভোগী ওই অধ্যক্ষ রুহুল আমিন আজাদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গত ২৯ নভেম্বর সন্ধ্যা ৭ টা ২৩ মিনিটে পাঠানপাড়া কিসামত এলাকার মৃত ইজবুল আলীর ছেলে হামিদুল ইসলামের ব্যবহৃত মোবাইল নাম্বার থেকে পাঠানপাড়া দলবাড়ি এলাকার মৃত কছির উদ্দিনের ছেলে ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর হুকুম আলী খানের ছোট ভাই আনিছুর রহমান আমার মোবাইলে কল দিয়ে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে খুন করে লাশ গুম করার হুমকি প্রদান করেন।’
কেন চাঁদা দাবি করলো সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ ঠিক কি কারণে তিনি চাঁদা দাবি করলো তা আমি জানি না। তবে হুমকি দাতার বড়ভাই হুমায়ুন কবির (হুকুম আলী) দীর্ঘ নয় বছর তিনি আমার মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করেছেন ও পরবর্তীতে তিনি সভাপতি নির্বাচিত না হওয়ার ও সম্প্রতি (২৮ নভেম্বর ) ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি পরাজিত হওয়া এটা কারণ হতে পারে।’
তিনি আরও বলেন, ‘বিগত নির্বাচনে তিনি আমাদের ওয়ার্ডে জয় লাভ করেন কিন্তু এবার আমাদের ওয়ার্ডে জয় লাভ করতে পারেন নি। আমার প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হতে না পারা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করতে না পারার ক্ষোভে তার ভাইয়ের মাধ্যমে আমার কাছে চাঁদা দাবি করছে এবং আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন।’
এ ঘটনায় নিজের নিরাপত্তার জন্য ভুক্তভোগী অধ্যক্ষ মোঃ রুহুল আমিন আজাদ জলঢাকা থানায় একটি সাধারণ ডায়েরি ও এজাহার দায়ের করেছেন।
এজাহারে উল্লেখিত অভিযুক্তরা হলেন জলঢাকার মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির হুকুম আলী খান (৪৫), তার ভাই আনিছুর রহমান (৪০) ও পাঠানপাড়া এলাকার মোঃ হামিদুল ইসলাম (৪৫)।
এজাহার দায়েরের ৫৪ ঘণ্টা অতিক্রম করার পরও পুলিশ কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ করেন অধ্যক্ষ আজাদ। তিনি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি করেন।
সংবাদ সম্মেলনে পাঠান পাড়া এম ইউ আলিম মাদ্রাসার প্রভাষক জিকরুল হক, সহকারি শিক্ষক আব্দুল আজিজ, খায়রুল আলম, হাফিজুল ইসলাম, নূর হোসেন, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অধ্যক্ষের ছেলে আশিক ইলাহিসহ প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ