রাজশাহীর বাগমারায় ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার পর উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। এই উপজেলার ১৬টি ইউনিয়নের অর্ধশতাধিক চেয়ারম্যান প্রার্থী ফরম সংগ্রহ করেছিলেন। তবে শেষ পর্যন্ত আবেদন যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগের পক্ষ থেকে পুরাতনদের অগ্রাধিকার দেয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। ১৬ ইউনিয়নের কেবল ৪টিতে নতুন মুখ হিসেবে মনোনয়ন পেয়েছেন। এছাড়া ১২টি ইউনিয়নে রাখা হয়েছে ২০১৬ সালে যাদেরকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছিল তাদেরই। নৌকা পেলেও গত নির্বাচনে বেশ কয়েকটি ইউনিয়নে বিজয়ী হতে পারেননি দলীয় প্রার্থীরা। সেখানে স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান হয়েছিলেন।
অন্যদিকে যারা নৌকার টিকিট পেয়ে চেয়ারম্যান হয়েছিলেন তারা আবারও দলীয় মনোনয়ন পেলেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয়ের লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন নেতা-কর্মীরা। বাগমারা উপজেলার ১ নং গোবিন্দপাড়া ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন আল-মামুন।
তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, উপজেলা যুবলীগের সভাপতি। গত নির্বাচনে তাঁকে নৌকার টিকিট পেলেও বিজয়ী হতে পারেননি। ২ নং নরদাশ ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন অধ্যক্ষ গোলাম সাওয়ার আবুল। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ৩নং দ্বীপপুর ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ। তিনি বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ৪ নং বড়-বিহানালী ইউনিয়নে নৌকার টিকিট পেয়েছেন রেজাউল করিম রেজা। গত নির্বাচনে তাঁকে দলীয় মনোনয়ন দেয়া হলেও বিজয়ী হতে পারেননি। ৫ নং আউচপাড়া ইউনিয়নে দ্বিতীয় বারের মতো দলীয় মনোনয়ন পেলেন সরদার জান মোহাম্মদ। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। গত নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। ৬ নং শ্রীপুর ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন তিন বারের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকবুল মৃধা। ৭নং বাসুপাড়া ইউনিয়নে দলীয় মনোনয়ন পেলেন সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান। তিনি গত নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেও স্বতন্ত্র প্রাথীর নিকট পরাজিত হন। লুৎফর রহমান বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ৮নং কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নে দ্বিতীয় বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন চেয়ারম্যান আয়েন উদ্দীন। ৯নং শুভডাঙ্গা ইউনিয়নে দ্বিতীয় বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন আব্দুল হাকিম প্রামানিক। ১০ নং মাড়িয়া ইউনিয়নে দ্বিতীয় বারের মতো দলীয় মনোয়ন পেয়েছেন আসলাম আলী আসকান।১১ নং গনিপুর ইউনিয়নে দ্বিতীয় বারের মতো দলীয় মনোনয়ন পেলেন এস.এম. এনামুল হক। ১২ নং ঝিকরা ইউনিয়নে দ্বিতীয় বারের মতো নৌকার টিকিট পেয়েছেন আব্দুল হামিদ ফৌজদার। ১৩ নং গোয়ালকান্দি ইউনিয়নে দ্বিতীয় বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন আলমগীর সরকার। তিনি গত নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে জয়লাভ করেন। ১৪ নং হামিরকুৎসা ইউনিয়নে প্রথম বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন আনোয়ার হোসেন। গত নির্বাচনে নিতি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ১৫ নং যোগীপাড়া ইউনিয়ন দ্বিতীয় বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন এম.এফ. মাজেদুল হক। ১৬ নং সোনাডাঙ্গা ইউনিয়নে আবারও নৌকার মনোনয়ন পেয়েছেন অধ্যক্ষ আজাহারুল হক। তিনি গত নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে বিপুল ভোটে জয়লাভ করেন।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ