সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ব্যবসায়ীদের সংগঠন সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটিকে অবৈধ ঘোষণা করেছে উচ্চ আদালত। আদালতের আদেশে খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তর পাঁচ সদস্যের একটি নির্বাচন পরিচালনা আহবায়ক কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বেলা ১২টায় নতুন কমিটি তাদের দায়িত্ব গ্রহণ করে।
পাঁচ সদস্যের কমিটিতে আহবায়ক মনোনীত হয়েছেন এজাজ আহম্মেদ স্বপন, সদস্য সদস্য আশারাফুজ্জামান আশু, বাবু রামকৃষ্ণ চক্রবর্তী, এইচএম মাকসুদ খান ও মিজানুর রহমান।
বুধবার (১ ডিসেম্বর) খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান স্বাক্ষরিত পত্রে জানানো হয়, নতুন এ আহবায়ক কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করবেন।
এদিকে, উচ্চ আদালতের আদেশে শ্রম অধিদপ্তরের নির্দেশনায় নতুন কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় সভায় মিলিত হয়। সভায় বন্দরের ব্যবসায়ী সাংবাদিকসহ আওয়ামী লীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নতুন কমমিটির আহবায়ক এজাজ আহম্মেদ স্বপন জানান, আমরা চাই সাতক্ষীরার উন্নয়ন। স্বার্থান্বেষী গোষ্ঠীর কাছে ব্যবসায়ীদের আশা ভরসার জায়গা সিএন্ডএফ এজেন্টটি জিম্মি হতে পারে না। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, ভোমরা বন্দরের উন্নয়ন করাই হতে হবে মূল লক্ষ্য। আশাকরি গঠণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব এসে ভোমরা বন্দরের সার্বিক উন্নয়নে কাজ করবে।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনে কাজী নওশাদ দিলওয়ার রাজুকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান নাছিমকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নির্বাচন ছাড়াই সিলেকশন কৃত এ কমিটিকে অবৈধ উল্লেখ করে ব্যবসায়ীদের পক্ষে উচ্চ আদালতের শরণাপন্ন হন এজাজ আহম্মেদ স্বপন।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ