ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

মুরগীর ফাঁদে বাঘ!

প্রকাশনার সময়: ০৩ ডিসেম্বর ২০২১, ০৪:৪৩
সংগৃহীত ছবি

নোয়াখালী জেলার বেগমগঞ্জে লোকালয়ে আসার পর একটি বাঘকে আটক করেছে জনতা।

উপজেলার কুতুবপুর ইউনিয়নের কিত্তনীয়ার হাট মুসলিম বাজার এলাকার রহিমের মুরগি খামারে বাঘটি ধরা পড়ে। খবর পেয়ে উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা শামছুদ্দিনসহ উপজেলা প্রশাসনের লোকজন গিয়ে বাঘটিকে উদ্ধার করে নোয়াখালী বনবিভাগে হস্তান্তর করে।

কুতুবপুর ইউপি মেম্বার জাফর উল্যাহ স্বপন জানান, সকালে রহিমের মুরগীর খামারে বাঘটি মুরগি খেতে এলে কৌশলে ফাঁদে ফেলে খাঁচায় ভরে বাঘটিকে আটক করা হয়। পরে বন বিভাগের কর্মকর্তারা বাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়।

নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, আটক বাঘটিকে হাতিয়ার নিঝুমদ্বীপের বনে অবমুক্ত করার জন্য পাঠিয়ে দেয়া হয়েছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ