ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬

রামগঞ্জে নবনির্বাচিত ইউপি সদস্য গ্রেফতার

প্রকাশনার সময়: ০২ ডিসেম্বর ২০২১, ২১:৪৫

পূর্ব শত্রুতার জের ধরে রামগঞ্জ উপজেলার আইয়েনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ মিন্টু নামের এক ব্যাক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা চেষ্টা মামলায় দরবেশপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আইয়েনগর গ্রামের সদ্য নির্বাচিত ইউপি সদস্য মোঃ সোহাগ হোসেনকে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ।

এসময় একই অভিযোগে সোহেল, শুভ ও জহির হোসেন নামের আরো তিনজনেক আটক করা হয়।

রামগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আজ বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

হামলায় মারাত্মক আহত মিন্টু মিয়া আইয়েনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী কাম দপ্তরি। তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হসপিটালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে মিন্টু মিয়ার স্ত্রী নারগিছ সুলতানা জানান, পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার দরবেশপুর ইউনিয়নের আইয়েনগর হাজী বাড়ীর সামনে মোঃ সোহাগ হোসেনের উপস্থিতিতে তার কর্মী আইয়েনগর হাজী বাড়ির মোঃ সোহেল, মোঃ শুভ, মোঃ নাছির, মোঃ রায়হান, মোঃ আরমান হোসেন ও জহিরসহ বেশ কয়েকজন আমার স্বামী মিয়াকে ঘটনাস্থলে একা পেয়ে বেদম মারধর করে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। আত্মরক্ষার্থে মিন্টু চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

মিন্টুর স্ত্রী নারগিস সুলতানা আরো জানান, আমার স্বামীকে স্থানীয় লোকজনের সহযোগীতায় প্রথমে রামগঞ্জ সরকারী হাসপাতাল ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসা নিচ্ছেন।

তবে স্থানীয় একটি সূত্র জানান, ভোটের দিন ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করেন মোঃ সোহাগ পাটোয়ারী ও আপেল প্রতীক নিয়ে সাদিয়া আক্তার রুমা। আপেল প্রতীকের প্রার্থী সাদিয়া আক্তার রুমার পক্ষে নির্বাচনে জোরালো ভূমিকা রাখায় এ হামলার ঘটনা ঘটে।

আজ দুপুরে আইয়েনগর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ ইউপি সদস্য সোহাগ পাটোয়ারীসহ ৪জনকে স্থানীয় একটি চা-দোকান থেকে আটক করে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ