ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় দূরারোগ্য ক্যান্সারের কাছে হেরে গেল ৩য় শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার (১০)। বৃহস্পতিবার বিকেল ৩টায় নিজ বাড়িতে মারা যায় সে।
শাহাবুদ্দিনের ৩ মেয়ের একজন সুমাইয়া। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, উপজেলার ১০ নং কালাদহ ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিদ্যানন্দ গ্রামের শাহাবুদ্দিন একজন ভ্যানচালক। তার তিন মেয়ের একজন সুমাইয়া। সে স্থানীয় ব্র্যাক স্কুলের ৩য় শ্রেণির শিক্ষার্থী। গত প্রায় ১ মাস আগে মরনব্যাধি ক্যান্সার শনাক্ত হয় সুমাইয়ার। এরপর হত দরিদ্র পিতা ফুলবাড়িয়া ডায়াগনোস্টিক সেন্টারের শিশু বিশেষজ্ঞ ডাঃ আশিষ কুমার সাহা’র চিকিৎসা নেন।
পরবর্তীতে ডাক্তারের পরামর্শে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ হাবিবুর রহমান তারেক এর তত্ত্বাবধানে চিকিৎসা নেন। ১৪দিন হাসপাতালে ভর্তি থাকার পর কোন পরিবর্তন না হওয়ায় ডাক্তারের পরামর্শে সুমাইয়াকে বাড়িতে নিয়ে আসা হয়।
অসহায় পিতা নিজের মেয়েকে বাঁচাতে সমাজের বিত্তবানদের দ্বারস্থ হচ্ছিলেন। একটি বেসরকারি এনজিও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়িয়া এপি’র সহযোগিতাও নিয়েছেন। শুক্রবার (৩ ডিসেম্বর) ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল সুমাইয়া পরিবারের।
সরকারি সহযোগিতা পাওয়ার জন্য সমাজসেবার আবেদন নিতেও স্থানীয় সংবাদকর্মী মতিন কাজী’র পরামর্শ নিয়েছেন কিন্তু সেই সহযোগিতার আবেদন করার আগেই না ফেরার দেশে চলে গেছে সুমাইয়া।
আজ বৃহস্পতিবার রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ