ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

মাদ্রাসার পুকুরে প্লেট ধুতে গিয়ে লাশ হলো শিক্ষার্থী 

প্রকাশনার সময়: ০২ ডিসেম্বর ২০২১, ১৬:১৭ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২১, ১৬:২৫
প্রতীকী ছবি

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাদ্রাসার পুকুরে প্লেট ধুতে গিয়ে পানিতে ডুবে হাফিজিয়া মাদ্রাসায় পড়ুয়া ছাত্র মো. ইয়ামিন নামক ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের গঙ্গিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। মো. ইয়ামিন গঙ্গিপাড়া গ্রামের আব্দুল মালেক কাজীর ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়ামিন ওই গ্রামের হালিমা খাতুন হাফিজিয়া মাদ্রাসায় পড়ুয়া ছাত্র। সকালের খাবার শেষ করে খাবার প্লেট পরিষ্কার করার জন্য মাদ্রাসার পুকুর ঘাটে যায়। তার কিছুক্ষণ পর তার সহপাঠীরা মাদ্রাসার পুকুর ঘাটে এসে ইয়াসমিন জুতা পানিতে ভাঁসতে দেখে তারা ইয়ামিনকে খোঁজাখুঁজি করে। পরবর্তীতে ডুবন্ত অবস্থায় পুকুরে ইয়াসমিনের খোঁজ মেলে। পরে তাকে উদ্ধার করে কাচিয়াবুনিয়া কমিউনিটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেওয়ান জগলুল হাসান জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ