ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ভাটোদাঁড়া কালি বাড়ির সিসিটিভি রিসিভার চুরি! 

প্রকাশনার সময়: ০২ ডিসেম্বর ২০২১, ১৪:৫৭

নাটোর সদর উপজেলার প্রায় ৩০০ বছরের পুরনো ঐতিহাসিক ভাটোদাঁড়া কালি বাড়ির সিসিটিভি রিসিভার চুরির ঘটনা ঘটেছে। তবে পাশে থাকা সকল সামগ্রী যথাস্থানে রয়েছে। ওই ঘটনার সময় কালি বাড়ি চত্বরে কোন পাহারাদার ছিলনা। পুলিশের ধারণা, ওই হার্ডডিস্কে রেকর্ড হওয়া কোন বিষয় আয়ত্তে নিতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। বুধবার রাতে এ ঘটনাটি ঘটে।

কালি বাড়ি কমিটির সহ-সভাপতি গণেশ ভট্টাচার্য বলেন, প্রতিদিনের মতো মর্নিং ওয়াকে বের হয়ে তিনি কালি বাড়িতে প্রবেশ করেন। এসময় কালি ঘরের তালা ভাঙ্গা ও পরে সিসিটিভি হার্ডডিস্ক খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেন।

কালি বাড়ি কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ জানান, কালি বাড়ির পেছনের দেয়াল টপকে দুর্বৃত্ত কালি বাড়ি চত্বরে প্রবেশ করে। এসময় পেছনের কাঠের দরজা ও তালা ছাড়াও কালি ঘরের গ্রিলের তালা ভেঙ্গে প্রবেশ করে। সিসিটিভি হার্ডডিস্ক ছাড়া অন্য কিছু খোয়া যাওয়ার তথ্য তিনি পাননি।

নাটোর সদর থানার ওসি মুনসুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে তাদের ধারণা,ওই সিসি টিভি ফুটেজে এমন কিছু রেকর্ড ছিল যার সাথে কারো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় জড়িত। ওটা নিয়ন্ত্রণে নিতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। ওই দুর্বৃত্তকে ধরতে পুলিশ কাজ করছে জানিয়ে তিনি বলেন,সরকারী নির্দেশনা,মেনে কালি বাড়িতে পাহারার ব্যবস্থা করতে কমিটিকে নির্দেশনা দেয়া হয়েছে।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ