ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলঢাকায় মাদ্রাসা সুপারকে প্রাণনাশের হুমকি

প্রকাশনার সময়: ০২ ডিসেম্বর ২০২১, ০৯:৫০

নীলফামারীর জলঢাকায় পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে পাঠানপাড়া এম. ইউ আলিম মাদ্রাসা সুপারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় হামিদুল নামে এক ব্যক্তির ব্যবহৃত নম্বর থেকে মাদ্রাসা সুপারিনটেন্ড রুহুল আমিন আজাদের মোবাইলে কল দিয়ে টাকা ও প্রাণ নাশের হুমকি দেওয়া হয়।

মাদ্রাসা সুপারের মোবাইলে দেওয়া হুমকির অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন ওই মাদ্রাসা সুপার।

অভিযোগে জানা যায়, ২৯ নভেম্বর সন্ধ্যা ৭ টা ২৩ মিনিটে পাঠানপাড়া কিসামত এলাকার মৃত ইজবুল আলীর ছেলে হামিদুল ইসলামের ব্যবহৃত নম্বর থেকে পাঠানপাড়া দলবাড়ি এলাকার মৃত কছির উদ্দিনের ছেলে ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ন কবীর (হুকুম আলী) খানের ছোট ভাই আনিছুর রহমান মাদ্রাসা সুপার রুহুল আমিন আজাদের মোবাইলে কল দিয়ে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে তাকে খুন করে লাশ গুম করার হুমকি প্রদান করেন।

হামিদুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ‘মোবাইলে টাকা না থাকার অজুহাতে আনিছুর রহমান আমার ব্যবহৃত ফোনটি কথা বলার জন্য নেন। পরে রাতে বাড়ি গিয়ে আমি জানতে পারি আমার ফোন দিয়ে মাদ্রাসা সুপারের কাছে টাকা চেয়ে হুমকি দিয়েছেন আনিছুর। আমি বিষয়টি তার ভাই সাবেক চেয়ারম্যানকে অবগত করেছি।’

প্রশাসনের সহযোগিতা কামনা করে মাদ্রাসা সুপার রুহুল আমিন আজাদ বলেন,‘আমার ফোনে হুমকি আসার পর থেকে আমি ও আমার পরিবার আতঙ্কে রয়েছি, আর চেয়ারম্যানের ভাইয়ের সাথে আমার কোন প্রকার লেনদেন নেই, তাকে এত টাকা চাঁদা কিভাবে দেবো কেন দেবো।’

অভিযুক্ত আনিছুর রহমানের ভাই ও বর্তমান মীরগঞ্জ ইউ’পি চেয়ারম্যান হুমায়ন কবীর (হুকুম আলী) খান বলেন, ‘আমি হুমকি দেয়া সম্পর্কে অবহিত হলে আমি আমার ছোট ভাইকে শাসিয়েছি ও বিষয়টি নিয়ে তার সাথে অনেক রাগারাগী করেছি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম বলেন,‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুমতি নিয়ে এ বিষয়ে বক্তব্য দেওয়া হবে।’

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ