নারীরা জন্মগতভাবেই যোদ্ধা বলে মন্তব্য করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারীরা যতবেশি আত্মপ্রত্যয়ী হবে সে ততবেশি এগিয়ে যাবে।
গতকাল বুধবার নারায়ণগঞ্জের দেওভোগ শেখ রাসেল পার্কে ই-কর্মাস প্লাটফরম ‘উই’ আয়োজিত নারী উদ্যোক্তা মেলার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, নারীদের নানা ধরনের নেগেটিভ কথা শুনেই তাদের সামনে এগিয়ে যেতে হয়। তারা যত বেশী আত্মপ্রত্যয়ী হবেন তত বেশী এগিয়ে যাবে।
মেয়র আইভী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে নেয়ার জন্য কাজ করছেন। দেশের এমন কোন সেক্টর নেই যেখানে তিনি নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন না।
তিনি আরও বলেন, এই বিশ্বায়নের যুগে স্বনির্ভর হয়ে দেশ যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নিরলস চেষ্টা ও পরিশ্রমের কারণে। তিনি যেভাবে দেশে নারী উদ্যোক্তা তৈরি ও তাদের সহায়তা করছেন, এতে নারীরা আরও বেশী আত্মপ্রত্যয়ী হয়ে উঠছেন।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ