৪২ যাত্রী নিয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বুধবার রাত ৯টা ৪০ মিনিটে ফ্লাইটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয় বলে বিমান বাংলাদেশের সহকারী ম্যানেজার ওমর ফারুক নিশ্চিত করেছেন।
বিমান কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে ৪২ যাত্রী ও চার ক্রু নিয়ে বিমানটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে হঠাৎ বিমানের সামনের চাকায় ত্রুটি দেখা দেয়। এরপর জরুরি অবতরণের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করে চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানটি আকাশে কয়েকবার চক্কর দিয়ে চাকা কাজ করে কি না পরীক্ষা করে দেখা হয়। এরপর নিরাপদে অবতরণ করে বিমানটি।
এ প্রসঙ্গে শাহ আমানত বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন বলেন, বিমানটি সাড়ে ৮টার দিকে ল্যান্ড করার কথা ছিল। চাকার ত্রুটি দেখা দেওয়ায় কিছুক্ষণ দেরিতে ৯টা ৪০ মিনিটের দিকে অবতরণ করে। এরপর যাত্রীরা নিরাপদে নামতে সক্ষম হন।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ