ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

শ্রীপুর প্রেসক্লাবের নতুন নেতৃত্বে এলেন যারা

প্রকাশনার সময়: ০১ ডিসেম্বর ২০২১, ২০:৩১ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২১, ২২:৫৮

গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নতুন নেতৃত্ব এসেছে। বুধবার দুপুর ২টায় নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার আব্দুস সালাম রানা ফলাফল ঘোষণা করেন।

২০২২-২৩ সালের কার্যনির্বাহী পরিষদের ১৩ সদস্য বিশিষ্ট কমিটির ১০টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নতুন সভাপতি হয়েছেন দৈনিক আমাদের সময় পত্রিকার শ্রীপুর প্রতিনিধি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক নবরাজ পত্রিকার গাজীপুর ব্যুরো চীফ জামাল উদ্দিন।

নির্বাচিত অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেন খান (দৈনিক আমাদের নতুন সময়) সহ-সভাপতি প্রভাষক মো.সাইফুল ইসলাম (দৈনিক মুক্ত খবর), যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম খান (এশিয়ান টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক সোলায়মান মোহাম্মদ (দৈনিক নয়া শতাব্দী) কোষাধ্যক্ষ জোনায়েত আকন্দ (দৈনিক সরেজমিন), দপ্তর সম্পাদক মোশারফ হোসাইন তযু (দৈনিক আলোকিত বাংলাদেশ), ক্রিড়া-সাংস্কৃতি ও সমাজকল্যান সম্পাদক প্রভাষক মো. নূরে আলম সিদ্দিকী (দৈনিক বাংলাদেশ বুলেটিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জি: আসাদুজ্জামান বিপু (দৈনিক দেশ প্রতিদিন)।

প্রধান নির্বাচ কমিশনারের দায়িত্ব পালন করেন মো.আবদুস সালাম রানা (দৈনিক জনতা), মো. শফিকুল ইসলাম (দৈনিক গণমুখ), শেখ সামসুল হক খোকা (দৈনিক জনসংবাদ)।

এই সময় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তরিকুল ইসলাম, নির্বাচন কমিশনার আঃ ছালাম রানা, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার ইমাম হোসেন, পুলিশ পরিদর্শক অপারেশন গোলাম সারোয়ার, পৌর সচিব দলিল উদ্দিন সরকার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নব-নির্বাচিত সদস্যদের অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ উপজেলা সহকারী কমিশনার ভূমি উজ্জ্বল কুমার হালদারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ