ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেলে যাওয়া নবজাতকের পরিচর্যাকারী নারীকে সম্মাননা

প্রকাশনার সময়: ০১ ডিসেম্বর ২০২১, ১৯:০৬

কেন্দুয়ায় ধানক্ষেতে পাওয়া সেই নবজাতক শিশুর পরিচর্যাকারী মোমেনা খাতুনকে সম্মাননা স্মারক প্রদান করেছে কেন্দুয়া উপজেলা প্রশাসন।

বুধবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মোমেনা খাতুনের হাতে মানবিক সেবা ‘মাতৃত্ব’ এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনউদ্দিন খন্দকার।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকেও মোমেনাকে আর্থিক অনুদান প্রদান করা হয়। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান রনি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর বিকালে কেন্দুয়া পৌরশহরের আদমপুর এলাকায় ধানক্ষেতে এক নবজাতক ছেলে সন্তান পাওয়া যায়। ওই সন্তানকে মোমেনা খাতুন মাতৃস্নেহে ১১ দিন লালন পালন করেন। বর্তমানে শিশুটি ঢাকা শিশুমনি নিবাসে রয়েছে। অপরদিকে শিশুটিকে হত্যার উদ্দেশে ফেলা রাখার দায়ে অভিযুক্ত করে পিতা-মাতাসহ দাদা-নানীর বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা দায়ের হয়েছে। শিশুটির গর্ভধারীনি মা ও বাবা বর্তমানে জেল হাজতে আর দাদা-নানী পলাতক রয়েছেন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ