ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

নেত্রকোনায় গুরু পদার্পণ দিবসে লালন সঙ্গীতের আসর

প্রকাশনার সময়: ০১ ডিসেম্বর ২০২১, ১৮:৪৯ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২১, ১৮:৫৫

আধ্যাত্মিক সুফি সাধক গুরু শামছুল হক চিশতি নেত্রকোনার কেন্দুয়ায় পদার্পণের অষ্টম দিবস উপলক্ষে আয়োজিত লালন সঙ্গীতের আসরে গান শুনে মুগ্ধ হলেন শ্রোতারা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা থেকে সারা রাতব্যাপি চলে এ আসর। কেন্দুয়ার চিরাং ইউনিয়নের কিসমত চিথোলিয়া গ্রামের বাসিন্দা লালনভক্ত আব্দুল হালিম চিশতির বাড়িতে আয়োজিত এ আসরের আয়োজন করে স্থানীয় উপজেলা শাখার তরীকতে আহলে বাইত।

আসরে সঙ্গীত পরিবেশন করেন কুষ্টিয়া সদর আশ্রম লালনচর্চা কেন্দ্রর শিল্পী মনীষা মণি, গামছা নার্গিস, হারুন উদাস, মোহাম্মদ রফিক ও স্থানীয় শিল্পী আনিসুর রহমান সাগর।

অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুল হালিম চিশতি জানান, আধ্যাত্মিক সুফি সাধক গুরু শামছুল হক চিশতি আমার বাড়িতে পদার্পণের দিনটিকে ঘিরেই মূলত আমরা প্রতি বছর এ সঙ্গীতের আয়োজন করে থাকি। এ সঙ্গীত পরিবেশনের জন্য কুষ্টিয়া থেকে আসেন লালন শিল্পীরা। এখানে সঙ্গীত শুনতে জড়ো হন শত শত ভক্তবৃন্দ।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ