মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর-চকবাড়ি সড়ক ঘেঁষে সরকারি জমি ভরাট করে বাউন্ডারি দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় জুয়েল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত জুয়েল ওয়াইজনগর গ্রামের মৃত শহিদ ডাক্তারের পুত্র।
স্থানীয় ভূমি অফিস সূত্রে জানা গেছে, জুয়েলের বসত বাড়ি সংলগ্ন সরকারি জমি রয়েছে। রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, ওয়াইজনগর মৌজায় আরএস ১২৫ দাগে ২৮ শতাংশ জমি সরকারি খাস খতিয়ানভূক্ত। তার মধ্যে রাস্তা বাদে ১০-১২ শতাংশ সরকারি জমি পরিত্যক্ত অবস্থায় আছে। ওই জায়গা জুয়েলের বসতবাড়ি সংলগ্ন হওয়ায় সে মাটি ভরাট করে এবং বাউন্ডারি দেয়াল নির্মাণ করে দখলে নেয়।
শুরুতে স্থানীয় বাসিন্দারা বিষয়টি চান্দহর ইউনিয়ন ভূমি অফিসকে অবগত করেন। এতে ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আব্দুস ছালাম বাঁধা দেন। জুয়েল ওই বাঁধা অমান্য করে বাউন্ডারি দেয়াল নির্মাণ অব্যাহত রাখেন।
স্থানীয় আব্দুল মান্নান ( মোন্নাফ নেতা) অভিযোগ করে বলেন, মোট ২৮ শতাংশ খাস জমির মধ্যে প্রায় অর্ধেক জায়গা জুয়েল দখলে নিয়ে দোকান ঘর করার প্রস্তুতি নিচ্ছে।
খাসজমি দখলকারি জুয়েল বলেন, আমার জায়গাতেই আমি বাউন্ডারি দেয়াল নির্মাণ করছি। কোনো খাস জায়গা দখল করা হয়নি।
চান্দহর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা একে এম আব্দুস ছালাম বলেন, ঘটনাস্থলে গিয়ে একাধিক বার বাঁধা দিয়েছি কিন্তু; জুয়েল তা মানেনি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।
সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা বলেন, স্থানীয় ভূমি কর্মকর্তা আমাকে জানিয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ