ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎস্পৃষ্ট যুবককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল নারীর

প্রকাশনার সময়: ০১ ডিসেম্বর ২০২১, ১৮:০৯

কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বাজারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার আপেল উদ্দিনের স্ত্রী আমেনা বেগম (২৫) ও মোস্তাফিজুর রহমানের ছেলে কাইছার উদ্দিন (২৮)।

স্থানীয় বাসিন্দা আবদুর রহমান বলেন, কাইছার উদ্দিন পেশায় একজন ইজিবাইক (টমটম) চালক। বুধবার দুপুরের দিকে তার ইজিবাইকের ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন কাইছার। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে পাশের বাড়ির আমেনা বেগমও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যে দু'জনের মৃত্যু হয়েছে তারা বাজারপাড়া আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা। সম্প্রতি মুজিববর্ষ উপলক্ষে সরকার কর্তৃক নতুন ঘর পেয়েছিলো তারা।

দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মগনামায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জন মারা গেছেন। অপমৃত্যু হিসেবে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ