চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার বটতলাহাট মহল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে মাউরিপাড়া এলাকায় ঘটনা ঘটেছে।
নিহত কলেজ ছাত্র চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলাহাট মাউরিপাড়া মহল্লার হযরত আলীর ছেলে আজিম আলী (২২)। আজিম নামোশংকরবাটি কলেজের এইচএসসির ২য় বর্ষের ছাত্র। গুরুত্বর আহত হয়েছে নতুন হাট মন্ডলপাড়ার আব্দুল হাই এর ছেলে আব্দুল আলিম (১৮) ও বড়িপাড়ার আব্দুস সাত্তারের ছেলে ইমন (১৪)। আহত আলিম জানান, মোখলেসুর রহমানের পার্ক থেকে বের হয়ে যাবার সময় কে বা কারা পিছন দিক থেকে আজিমকে ছুরি মারে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, সোমবার রাত সাড়ে ৯টায় বটতলা হাটের পাশে মাউড়িপাড়া এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খাঁন জানান, নতুনহাট এলাকার মোবাইলের ঘটনা কে কেন্দ্র করে দুই পক্ষের গন্ডগোল বাধে এবং এর জের ধরেই প্রতিপক্ষরা আজিমকে ছুরিকাঘাত করলে সে মারা যায়। তিনি আরও জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনের আগের রাতে এই ঘটনা ঘটলেও এর সাথে রাজনৈতিক বা নির্বাচনের কোন সংস্লিষ্টতা নেই।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ