ঢাকা, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভাতিজার কাছে হারলেন চাচা

প্রকাশনার সময়: ২৯ নভেম্বর ২০২১, ০০:০৬
প্রতীকী ছবি

পাবনার বেড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আপন চাচা-ভাতিজার ভোটযুদ্ধে বিজয়ের মালা পড়লেন ভাতিজা।

আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ভাতিজা অ্যাডভোকেট আশিফ শামস রঞ্জন ২১ হাজার ৮৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী চাচা আব্দুল বাতেন (নারিকেল গাছ) পেয়েছেন ৩ হাজার ৬৬০ ভোট।

অপর তিন প্রার্থী মাসুদ ৩ হাজার ৪৭৯, কেএম আব্দুল্লাহ ৮১৭ এবং সাদিয়া আলম ২২৫ ভোট পেয়েছেন। নির্বাচনে শতকরা ৭০ ভাগ ভোটার ভোট দিয়েছেন।

রোববার কঠোর নিরাপত্তার মধ্যে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ হয়। তবে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হওয়ায় ভোটাররা চরম ভোগান্তিতে পড়েন। কেন্দ্রে কেন্দ্রে বিপুলসংখ্যক মহিলা ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখ করার মতো। নির্ধারিত সময়ের পরেও সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রে উপস্থিত ভোটারদের ভোট নেয়া হয়।

উল্লেখ্য, তৃতীয় ধাপে ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হয় বেড়া পৌরসভার নির্বাচন। মোট ভোটার ৪২ হাজার ৮১৮ জন। ১৮টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ