ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মোহনপুরে ভাতিজার হাতে চাচা খুন

প্রকাশনার সময়: ২৮ নভেম্বর ২০২১, ১৪:৩৩

রাজশাহীর মোহনপুর উপজেলায় ভাতিজার হাতে চাচা খুনের ঘটনা ঘটছে। রোববার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সিন্দুরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নাজিম শাহ ওরফে চেংকু (৪০)। তিনি ওই গ্রামের মৃত ময়েজ শাহের ছেলে।

তবে হত্যাকাণ্ড ঘটনার পর পালানোর সময় ভাতিজা নাসির উদ্দীনকে (৪০) আটক করেছে পুলিশ। চাচাকে কোপানোর পর নাসির মোহনপুর থানার সামনে দিয়েই পালানোর চেষ্টাকালে পুলিশ তাকে আটক করে।

অভিযুক্ত নাসির ওই এলাকার নাম নাজু শাহর ছেলে।

নিহত নাজিম শাহর বড় ভাই বায়েম শাহ জানান, দুই বছর আগে নাসির তার বাবা নাজুকে কোদালের কোপ দিয়ে হত্যার চেষ্টা চালিয়েছিলেন। ওই ঘটনায় করা মামলার সাক্ষী ছিলেন ছোট ভাই নাজিম শাহ। কিছু দিন আগে তিনি ভাতিজার বিরুদ্ধে আদালতে সাক্ষী দেন। এ কারণে চাচার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে ভাতিজা নাসির।

বায়েম শাহ আরও জানান, বাবাকে হত্যা চেষ্টার মামলার আসামি হলেও নাসির পরিবারের সঙ্গেই থাকতেন। বাড়িতে মাঝে মাঝে ছুরি-চাকু বের করে চাচাকে হত্যার হুমকি দিতেন। রোববার সকালে পরিবারের সবাই ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট দিতে গেলে ফাঁকা বাড়িতে খেতে বসেছিলেন নাজিম। তখন ছুরি নিয়ে এসে চাচাকে কুপিয়ে আহত করেন তিনি। এরপর নাজিম বাড়ি থেকে বের হয়ে যান। তখনই তার মৃত্যু হয়।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। নিহত নাজিমের শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। থানার সামনে দিয়ে পালানোর সময় নাসিরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ