সাতক্ষীরা জেলার শ্যামনগরের চাঁদনিমুখা গ্রামে কদবেল খাওয়ানোর প্রলোভন দেখিয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আল-আমিন নামে এক যুবককে আটক করেছে র্যাব।
গতকাল শুক্রবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে র্যাব-৬ এর অধীনে ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এর অধিনায়ক ইশতিয়াক হোসাইন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
র্যাব জানান, গত সোমবার বিকেলে উপজলার চাঁদনিমুখা গ্রাম বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশুটি। এসময় শিশুটিকে কদবেল খাওয়ানোর প্রলোভন দেখিয়ে মধ্যমপাড়া জামে মসজিদের বাথরুমের নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূ্র্বক ধর্ষণ করে আল-আমিন।
ব্রিফিংয়ে আরও জানান, এ ঘটনায় শিশুটির দাদী শ্যামনগর থানায় মামলা করেছেন। কিন্তু মামলা দায়েরের আগেই অভিযুক্ত আল-আমিন আত্মগোপনে চলে যায়। এরপর শুক্রবার সকালে খুলনার সোনাডাঙ্গা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয় র্যাব।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ