ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

প্রকাশনার সময়: ২৬ নভেম্বর ২০২১, ০১:১১

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- মামুন (২৭), জীবন (২০) এবং পারভেজ (২৮)। এর মধ্যে পারভেজ ও মামুনের শরীরের ৯৯ শতাংশ এবং জীবনের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আহতাবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধদের সহকর্মী রিয়াজ বলেন, সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার আদনান টাওয়ারের সাততলা ভবনের চারতলায় মেসে ভাড়া থাকেন দগ্ধ তিন শ্রমিক। তারা ইপিজেডের এ অনন্ত অ্যাপারেলসে চাকরি করেন।

তিনি আরো বলেন, আমার বাসা আর দগ্ধদের বাসা পাশাপাশি। আমরা নাইট করে দিনে ঘুমাই। আজ রাতে নাইট ছিল। পরে খবর পেলাম গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে তারা দগ্ধ হয়েছে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, দগ্ধ তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ