ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

কেন্দুয়ায় খুনের ঘটনায় মূল হোতা গ্রেফতার

প্রকাশনার সময়: ২৫ নভেম্বর ২০২১, ১২:৪৩

নেত্রকোনার কেন্দুয়ায় দুর্বৃত্তের হামলায় নিহত রোকন উদ্দিন (৩৫) নামে এক যুবক খুনের ঘটনায় মূল হোতা মেহেদী হাসান জয়কে গ্রেফতার করেছে পুলিশ। জয় ইটাচকি গ্রামের শফিকুল ইসলাম ছেলে।

বুধবার (২৪ নভেম্বর) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়।

সুত্র জানায়, বুধবার সন্ধ্যায় পর নওপাড়া বাজারে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম চেম্বারের পাশে দুর্বৃত্তের হামলার শিকার হয়। নওপাড়া ইউপির দুর্গাপুর গ্রামের হাশিম উদ্দিনের ছেলে রোকন উদ্দিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় রাকিব মিয়া নামে আরেক যুবক আহত হয়েছেন। রাকিব কাউরাট গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন। সেখানেই তার চিকিৎসা চলছে।

ঘটনা ঘটার পরপরই ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) মনিরুল ইসলাম। রাত দেড়টার দিকে ঘটনার মূল হোতা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার করা হয়। বর্তমানে তাকেও সেখানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে কি কারণে রোকন উদ্দিন খুন হয়েছে পরিবারের লোকজন কিছুই বলছেন। নিহতের ছোট ভাই কামরুল বলেন,আমরা বিষয়টি পুলিশকে অবগত করেছি। লাশ বাড়িতে আসুক পরে বলব।

জয়কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত কেন্দুয়া থানা ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, কি নিয়ে ঘটনাটি ঘটেছে তা অনুসন্ধান চলছে। বিভিন্ন রকমের কথা আসছে ওই কথাগুলো যাচাইবাচাই করা হচ্ছে। রাকিব এখনো ওটিতে রয়েছে। ওটি থেকে বের হলে প্রকৃত বিষয়টি জানাবে। নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত করা হবে।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ