ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

মা হলেন পাগলী, নবজাতক নিয়ে কাড়াকাড়ি 

প্রকাশনার সময়: ২৫ নভেম্বর ২০২১, ০৩:৫৩

কিশোগঞ্জের ভৈরবে এক পাগলীর গর্ভে জন্ম নেয়া নবজাতকের লালন-পালনের দায়িত্ব নিতে তিন মহিলার কাড়াকাড়ির একপর্যায়ে শুরু হয় ঝগড়া।

বুধবার রাতে এ ঘটনার খবর পেয়ে ভৈরব রেলওয়ে থানার ওসি মো. ফেরদৌস আহমেদ বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে নবজাতক শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজকে অবগত করেন রেলওয়ে পুলিশ।

ওসি জানান, বুধবার সন্ধ্যায় এক পাগলীর ঘরে শিশুটির জন্ম হয় রেলওয়ে স্টেশনের কাছে রেললাইন সংলগ্ন এলাকায়। শিশুটি জন্ম হওয়ার পর পাগলী পালিয়ে যায়। এ সময় এক নারী শিশুটিকে দেখে কোলে নেন। তারপর আরও দুজন নারী এসে শিশুটিকে নিয়ে যেতে চান। তখন তাদের ঝগড়া দেখে পথচারীরা থানায় খবর দিলে পুলিশ শিশুসহ তিন নারীকে রেলওয়ে থানায় নিয়ে আসেন। এ সময় তাদের কথা শুনে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে পরামর্শ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ জানান, ঘটনাটি রেলওয়ে থানার ওসি আমাকে অবগত করার পর শিশুটিকে হাসাপাতালে রাখতে নির্দেশ দিয়েছি। আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে কোনো শিশুনিবাসে পাঠিয়ে দেয়ার ব্যবস্থা করা হবে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ