নেত্রকোনার কেন্দুয়ায় দুর্বৃত্তের চুরিকাঘাতে রোকন উদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যার পর নওপাড়া বাজারে ঘটে।
নিহত রোকন উদ্দিন (৩৫) নওপাড়া ইউপির দুর্গাপুর গ্রামের হাশিম উদ্দিনের ছেলে। এসময় রাকিব মিয়া নামে একজন আহত হয়েছে। রাকিব কাউরাট গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত কেন্দুয়া থানা ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘রোকনের উপর কারা হামলা করেছে এবং কি নিয়ে ঘটেছে তা এখনো নিশ্চিত নই। তদন্ত করা হচ্ছে।’
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ