ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

ফেলে দেয়া বস্তায় মিললো আইস-ইয়াবা

প্রকাশনার সময়: ২৪ নভেম্বর ২০২১, ২০:৫৮

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপস্থ বঙ্গোপসাগর থেকে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে পাচারকারীরা বোট (ইঞ্জিন চালিত ট্রলার) যোগে সাগর পাড়ি দিয়ে মিয়ানমার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি।

বুধবার (২৪ নভেম্বর) ভোর ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপস্থ সাগর থেকে বিসিজি স্টেশন টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে একদল কোস্টগার্ড দল আইস ও ইয়াবা উদ্ধার করে। বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বুধবার রাতে নাফ নদীতে পাশাপাশি চলমান দুটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ সেগুলোকে থামার জন্য সংকেত দেয়। কিন্তু বোট দুটি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পাচারকারীদল ১টি প্লাস্টিকের বস্তা বোট থেকে সমুদ্রে ফেলে দিয়ে মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে সেই বস্তা থেকে আইস ও ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদক টেকনাফ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ