ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

কাঁচামরিচের কেজি মাত্র ২৫ টাকা

প্রকাশনার সময়: ২৪ নভেম্বর ২০২১, ১৩:৩২

দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ১০ টাকা। পাইকারি বাজারের ৩৫ টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৫ টাকা দরে। দেশে কাঁচামরিচের উৎপাদন বেশি হওয়ায় এবং ভারত থেকে মরিচ আমদানি বন্ধ থাকায় দাম কমার অন্যতম কারণ বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বুধবার (২৪ নভেম্বর) সকালে হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, দুই দিন আগে কাঁচামরিচ পাইকারি বিক্রি হয়েছে ৩৫ টাকা। খুচরা বাজারে বিক্রি হয়ে ছিলো ৪০ টাকা দরে। সেই কাঁচামরিচ বর্তমান পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২৫ টাকা। খুচরা বিক্রি হচ্ছে ৩০ টাকা দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

হিলি বাজারে সবজি কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, ‘বাজারে আজ সব ধরণের সবজির দাম কমে গেছে। বিশেষ করে কাঁচামরিচের দাম অনেকটাই কমেছে। কয়েক দিন আগে কাঁচামরিচ ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে কিনেছিলাম আজ তা ৩০ টাকা কেজি দিয়ে কিনলাম।’

হিলি বাজারের সবজি ব্যবসায়ী মিঠু মিয়া বলেন, ‘শীতকালীন সব সবজির দাম কমে যাচ্ছে। কাঁচামরিচের দাম কিছুদিন আগেও ৮০ থেকে ১০০ টাকা কেজি ছিলো। কমতে কমতে আজ আমরা ৩০ টাকা কেজি দরে খুচরা বিক্রি করছি।’

অপর ব্যবসায়ী সোহেল মিয়া বলেন, ‘বিরামপুর ও পাঁচবিবি থেকে আমরা বর্তমান সব সবজি পাইকারি কিনে আনছি। সকালে গিয়ে এসব সবজি কিনে আনি। এলকায় কাঁচামরিচের ফলন অনেক ভাল হয়েছে, কম দামেও পাচ্ছি। ২৫ টাকা কেজি দরে কৃষকদের নিকট থেকে ক্রয় করে তা খুচরা বিক্রি করছি ৩০ টাকা দরে। আগামী কয়েক দিনের মধ্যে কাঁচামরিচের দাম আরও কমে যাবে আশা করছি।’

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ