ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে বুধবার (২৪ নভেম্বর) সকাল ৬টা থেকে ফেরিসহ সবধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে কয়েকটি ফেরি।
বিআইডব্লিউটিসির সহকারী ব্যাবস্থাপক মহিউদ্দিন রাসেল এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে কুয়াশা পড়তে শুরু করে। এক পর্যায়ে এর তীব্রতা বেড়ে গেলে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে দুর্ঘটনা এড়াতে সকাল ৬টা থেকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
কুয়াশায় তীরে ভিড়তে না পেরে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে কয়েকটি ফেরি। নদীর দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে কয়েকশ যানবাহন। তবে বেশিরভাগই পণ্যবাহী ট্রাক।
কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল পুনরায় শুরু হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ