ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পলাতক মেয়র মুক্তার আলী গ্রেফতার

প্রকাশনার সময়: ০৯ জুলাই ২০২১, ১১:০১

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের নির্দেশনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী সহকারি পুলিশ সুপার (ডিএসবি) রুবেল আহমেদ এবং ডিবি ইন্সপেক্টর আতিকের নেতৃত্বে পাবনা জেলার ঈশ্বরদী থানার পাকশীর তার এক আত্মীয় বাসা থেকে গ্রেফতার করা হয়।

রাজশাহী সরকারি পুলিশ সুপার (ডিএসবি) রুবেল আহমেদ নয়া শতাব্দীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিক্তিতে বৃহস্পতিবার সারারাত অভিযান চালিয়ে ভোর পাঁচটার দিকে পাবনা জেলার ঈশ্বরদী থানার পাকশীর ফুলতলার তার এক আত্মীয়ের বাসা থেকে মুক্তার আলীকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাকে নিয়ে অভিযান চালানোর একপর্যায়ে বাঘা থানার আড়ানীস্থ তার নিজ বাড়ি থেকে তার দেখানো মতে চার বোতল ফেন্সিডিল, একশত গ্রাম গাঁজা, নগদ একলাখ টাকা এবং দেশিয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানা গেছে।

প্রসঙ্গত, ভ্রাম্যমাণ আদালতের জরিমাণার প্রেক্ষিতে পল্লী চিকিৎসককে মারধর করেন তিনি। এরপর পল্লী চিকিৎসকের অভিযোগের প্রেক্ষিতে গত ৭ জুলাই তার বাড়িতে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র,গোলাবারুদ, মাদকদ্রব্য এবং প্রায় এক কোটি টাকা উদ্ধার করে পুলিশ। এঘটনায় স্ত্রীসহ দুই ভাতিজাকে গ্রেফতার করা হলেও তিনি পলাতক ছিলেন।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ